মোবাইলে পাওয়া যাবে আবহাওয়া সম্পর্কিত তথ্য
- nurulhudanaeem3233
- Aug 15, 2018
- 1 min read

মোবাইলে পাওয়া যাবে আবহাওয়া সম্পর্কিত তথ্য
প্রকাশন তারিখ : 14/08/2018
আবহওয়া অধিদপ্তরের দৈনন্দিন আবহাওয়া সেবা সম্পর্কিত তথ্য (BMD Weather app) মোবাইল প্লাটফরমে আনা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি তাঁর কার্যালয়ে এ সেবা উদ্বোধন করেছেন বলে আজ এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে। ইন্টারনেট সংযুক্ত স্মার্ট মোবাইল ফোনে এ সেবা পাওয়া যাবে। এ জন্য প্রথমে গুগল প্লে স্টোরে যেতে হবে। পরে টাচ অথবা ক্লিক অন সার্চ আইকন ‘O’ তারপর সার্চ বক্সে লিখতে হবে BMD Weather app। এভাবে অ্যাপটি পাওয়ার পর টাচ অথবা ক্লিক করে Install করতে হবে। এই অ্যাপটির মাধ্যমে বাসা, অফিস, যানবাহনে স্মার্ট ফোন অন করে আবহওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য পাওয়া যাবে।
留言